0


ইতিমধ্যে বাংলাদেশ সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন বাধ্যতামূলক করেছেন। আগামী ৩১ই মে, ২০১৬ পর্যন্ত সিম নিবন্ধন এর সময় সীমা নির্ধারণ করা হয়েছে। কেউ কষ্ট করে যাচ্ছেন কাস্টমার-কেয়ার এ আবার কেউবা পথেঘাটে ছুটছেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে। কিন্তু এ নিবন্ধন কি শতভাগ কার্যকর হচ্ছে ? প্রশ্ন তো মনে আসতেই পারে। হ্যাঁ, অনেকের মনের এই সন্দেহ এখন চাইলেই অতি সহজে পরিষ্কার করে নেয়া সম্ভব ।
বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে সিম নিবন্ধন হয়েছে কিনা যাচাই করে নিন সম্পূর্ণ ফ্রীতে ।

) গ্রামীণফোন গ্রাহকরা Message অপশনে গিয়ে reg লিখে 4949 send করুন
) বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন
) রবির গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন
) এয়ারটেল গ্রাহকরা *121*444#  ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন
) টেলিটক গ্রাহকরা Message অপশনে গিয়ে Q লিখে 1600 send করুন
দেখতে কোন টাকা কাটা হবে নাসব গুলোতেই ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি কোন NID নাম্বারে নিবন্ধিত কাস্টমার
                              ধন্যবাদ
 ফেসবুকে আমি
     Youtube এ আমার Channel

বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে সিম নিবন্ধন হয়েছে কিনা যাচাই করে নিন সম্পূর্ণ ফ্রীতে ।
Item Reviewed: বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে সিম নিবন্ধন হয়েছে কিনা যাচাই করে নিন সম্পূর্ণ ফ্রীতে । 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।